দিনের শেষে ‌টাকার দামের রেকর্ড পতন, মাথায় হাত বিশেষজ্ঞদের


সব রেকর্ড ভেঙে মঙ্গলবার বিকেলে ডলার প্রতি টাকার দাম দাঁড়াল ৭৪.‌২৭ টাকা। অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮৪ মার্কিন ডলার। প্রথমে এদিন সকালে বাজার খোলার পর ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৩.‌৯৩ টাকা। তারপর কিছুটা উঠে টাকার দাম হয়েছিল ৭৩.‌৮৮ টাকা। কিন্তু বেলা গড়ানোর সঙ্গেসঙ্গে ফের ডলারের তুলনায় পড়তে থাকে টাকার দাম। বাজার বন্ধ হওয়ার সময় তা গিয়ে দাঁড়ায় ৭৪.‌২৭ টাকায়। এর আগে গত পাঁচ তারিখ ডলার প্রতি টাকার দাম হয়েছিল ৭৪.‌২৩ টাকা। বিদেশি মুদ্রার বিনিয়োগকারীরা বলেছেন, যেহেতু আমদানিকারকদের কাছে মার্কিন ডলারের চাহিদা বেড়ে গিয়েছে, সেজন্য টাকার দামের পতনে বার্ষিক ঘাটতির পরিমাণ বাড়বে। এছাড়া গত শুক্রবারই আরবিআই সাফ ঘোষণা করে দিয়েছিল তারা রেপো রেট ৬.‌৫ শতাংশেই অপরিবর্তিত রাখবে। চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম প্রায় ১৪ শতাংশ পড়েছে। একটি তথ্য অনুযায়ী এবছরে এশিয় মুদ্রার মধ্যে টাকাই সব থেকে খারাপ দশায় আছে। এদিন সকালে শেয়ার সূচক ভালো অবস্থায় খুললেও বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ৮৯.‌৪৭ বা ০.‌২৬ শতাংশ পড়ে দাঁড়ায় ৩৪৩৮৪.‌৯১ পয়েন্টে। অন্যদিকে, ২০.‌৪০ পয়েন্ট বা ০.‌২০ শতাংশ পড়ে নিফটির সূচক দাঁড়ায় ১০৩২৭.‌৬৫ পয়েন্টে।