‌তালিবানি হামলায় শহিদ ১৫ জওয়ান, জখম ২৬


পরপর সেনা ছাউনিতে হামলা চালাল আফগান–তালিবানরা। হামলায় শহিদ হয়েছেন ১৫ জন জওয়ান। জখম আরও ২৬ জন। আফগান সেনাবাহিনী সূত্রে খবর, আফগানিস্তানের উত্তরপশ্চিমাংশে অবস্থিত জাওঝান প্রদেশের কুওশ টেপা ডিস্ট্রিক্টে সেনাশিবিরগুলি লক্ষ্য করে স্থানীয় সময় রবিবার রাত থেকে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় শহিদ হন কয়েকজন জওয়ান। জখম হন অনেকে। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকিদের। জখমদের মধ্যে বেশিরভাগের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক ধাক্কা সামলিয়ে পাল্টা জবাব দেয় আফগান সেনাবাহিনী। রবিবার রাত থেকে শুরু হয়ে এখনও চলছে সেনা–তালিবান সংঘর্ষ। পুলিস জানিয়েছে, তালিবানদেরও দুটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ৩০ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ১৯ জঙ্গি। জখমদের মধ্যে আফগান–তালিবানদের টিস্ট্রিক্ট গভর্নরও জখম হয়েছে বলে পুলিসের দাবি। যদিও জখম জঙ্গিদের কোনও সন্ধান মেলেনি। তালিবানদের তরফেও এখবর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।