পুজোয় অনুমোদনের টাকা নিয়ে নতুন ব্যাখ্যা রাজ্যের

কলকাতা: পুজোর সময় ক্লাবগুলিকে ১০,০০০ টাকা অনুমোদন দেওয়া নিয়ে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট । সেই মামলার শুনানি হতে চলেছে আজ । তার আগেই অনুমোদনের টাকা নিয়ে নয়া ব্যখ্যা দিল রাজ্য পক্ষের আইনজীবী।

জণগনের টাকা কোন খাতে খরচ করা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট ও টাকা পুরো কাজে না লাগলে ফেরত দেওয়া হবে কি না সেই প্রশ্নও তুলেছিল ডিভিশন বেঞ্চ । সেই প্রসঙ্গে এদিন রাজ্যের তরফ থেকে জানান হয়েছে অনুদিত টাকা পুরোটাই নিরাপত্তা খাতে কাজে লাগানোর পরিকল্পনাই করা হয়েছিল। নিরাপত্তার কারণেই নির্দিষ্ট পুজোগুলির জন্য ১০,০০০ টাকা করে ধার্য করা হয়েছিল ও ওই টাকা নিরাপত্তা প্রকল্পেই খরচ করার পরিকল্পনা করা হয়েছিল ।