সাসপেন্ড করা হল তৃণমূলের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ


কলকাতা : তৃণমূলের দুটি ফেসবুক গ্রুপ সাসপেন্ড ও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যান করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দিল্লিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সদর দপ্তরে এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল।

তৃণমূলের দাবি, ফেসবুকে TMCS ও TCCF নামে তাদের দুটি গ্রুপ ছিল। প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি। অভিযোগ, গতরাত থেকে এই গ্রুপ দুটো সাসপেন্ড করে দেওয়া হয় ফেসবুকের তরফে। এরপর দিল্লিতে ফেসবুকের দপ্তরে অভিযোগ জানানো হয় দলের তরফে। তৃণমূলের দাবি, গ্রুপ দুটি রিস্টোর করার আশ্বাস দিয়েছে সংস্থা। 

অন্যদিকে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও বন্ধ করে দেওয়া হয়েছে। ৯৮৩০৭৯৮১৪৪ এই নম্বরটি ব্যবহার করে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি চলত সেটি বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, গ্রুপ দুটি রিস্টোর করা না হলে আইনি পথে যেতে পারে তৃণমূল। 

তৃণমূলের অভিযোগ, সোশাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তার জন্য BJP এই কাজ করিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত দীপ্তাংশু চৌধুরি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন ও BJP-র বিরুদ্ধে এনিয়ে অভিযোগ করেছেন।