অবিকৃত অবস্থায় মিলল ৫০ বছরের পুরনো লাশ


১৯৬৮ সালে ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান। সেই থেকে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানটির যাত্রীদের কারোর সন্ধান মেলেনি। ৫০ বছর পর হিমাচল প্রদেশের ঢাকা হিমবাহ থেকে মিলল সেই যাত্রীদের একজনের অবিকৃত দেহ! একদল পর্বতারোহী সম্প্রতি ওই দেহটি খুঁজে পান।

ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ওই অঞ্চলে সাফাই অভিযান চালাচ্ছিল। সেসময়ই একটি বিমানের একটি ভাঙা অংশ তাদের নদরে আসে। তার পাশেই মেলে দেহটি। পরে পরীক্ষা করে জানা গিয়েছে ওই দেহটি ১৯৬৮ সালে বায়ুসেনার এক বিমান দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির দেহ।

১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি বায়ুসেনার এএন-১২ নামে একটি বিমান ১০২ জন যাত্রী নিয়ে চন্ডিগড় থেকে লেহ-তে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় লেহ-তে নামতে পারেনি বিমানটি। মুখ ঘুরিয়ে ফেরার পথ ধরে। তারপর থেকেই বিমানটির কোনও খোঁজ মেলেনি।

২০০৩ সালে ঢাকা হিমবাহ থেকেই ভাঙা বিমানটির কিছু অংশ পাওযা যায়। তার থেকে জানা গিয়েছিল বিমানটি লাহাউল উপত্যকায় ভেঙে পড়েছিল। কিন্তু কারোর দেহ বা দেহাবশেষ মেলেনি তখন। চন্দ্রভাগা-১৩ পিকের রাস্তা সাফাই করতে গিয়েই তা পাওয়া গেল। দেহটি বরফে থাকায় প্রায় অবিকৃতই রয়েছে।