লাগাতার বৃষ্টিতে দিঘায় ভাঙল বিশ্ববাংলার লোগো


কাঁথি: টানা দুর্যোগের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশ্ববাংলার লোগো৷ আজ, রবিবার দিঘা পার্কে লাগানো বিশ্ববাংলার একটি গ্লোব ভেঙে পড়ে৷ বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা৷ দেখেন, পার্কের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিশ্ববাংলার লোগোর আদলে তৈরি কংক্রিটের মডেল৷ তবে, পার্কটি বন্ধ থাকার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷

বাংলায় ক্ষমতায় আসার আগে দিঘাকে গোয়া বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিশ্রুতি পূরণে দিঘাকে ঢেলে সাজানোর ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েক কোটি টাকা খরচে দিঘার পার বাঁধানো থেকে শুরু করে পর্যন্ত আলো, জলের ব্যবস্থা গড়ে তুলেছে রাজ্য সরকার৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমেও ঝাঁ চকচকে করে তোলা হয়েছে দিঘার সৈকত৷ বেড়েছে নজরদারি৷ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে দিঘার প্রবেশ পথে বিশাল তোরণ গড়ে তোলা হয়েছে৷ ঢেলে সাজানো হয়েছে দিঘা স্টেশন সংলগ্ন পার্ক৷ রাজ্য সরকারের উন্নয়নের প্রতীক হিসাবে দিঘা পার্কে একটি বিশ্ববাংলার লোগো বসানো হয়৷ কিন্তু, এদিন সকালে হঠাৎ ভেঙে পড়ে ওই লোগাটি৷ মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে গ্লোবের নিচে মাটি আলগা হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় লোগো তোরণটি৷ তবে, পার্কটি বন্ধ থাকায় এদিন কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি৷ তবে, হঠাৎ কেন লোগোটি ভেঙে পড়ল? নির্মাণের কোনও ভুলত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, তোরণটি সংস্কারের জন্য ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগাযোগের কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ৷

এমনিতেই সারা বছরই ভিড় লেগেই থাকে দিঘা-মন্দারমনি-শঙ্করপুরে৷ বর্ষা শুরু হতেই ভিড় আরও বাড়তে শুরু করেছে৷ উত্তাল সমুদ্র দেখতে ভিড় বাড়ানোর পর্যটকদের সামাল দিতে পুলিশি তৎপরতাও শুরু হয়েছে৷

Highlights

সমুদ্র সৈকতে সৌন্দর্যায়নের লক্ষ্যে গড়ে ওঠা পার্কে ছিল কংক্রিটের এই গ্লোবটি।

তোরণটি সংস্কারের জন্য ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগাযোগের কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ৷

লাগাতার বৃষ্টিকেই দায়ী করা হচ্ছে দুর্ঘটনার জন্য।