২২ মাসেই Jio-র গ্রাহক সংখ্যা ছাড়াল ২০ কোটি !


মাত্র ২২ মাসের মধ্যে গ্রাহক সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেল রিলায়্যান্স জিও-র। শুক্রবার সংস্থার তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড প্রতিযোগিতা থাকা সত্ত্বেও চলতি অর্থবর্ষে প্রায় ১৭ শতাংশ রেভেনিউ বৃদ্ধি পেয়েছে সংস্থার। 

২১ মাস আগে ভারতীয় টেলিকম সেক্টরে রিলায়্যান্স জিও আবির্ভাব হয়েছিল। যার দাপটে সমস্ত বড় টেলিকম সংস্থা নিজেদের ট্যারিফ কমাতে বাধ্য হয়। আইডিয়া, এয়ারসেলের মতো কিছু সংস্থা অন্য বড় সংস্থার সঙ্গে মার্জ করতেও বাধ্য হয়। সে সময় থেকেই ভারতে 4G-র রমরমা শুরু হয়।

এ মুহূর্তে গ্রাহকদের বিচারে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা টেলিকম সংস্থা জিও। রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'আমরা ভারতে জিডিটাল বিপ্লবের ধারা অব্যাহত রাখব। গত এক বছরে আমাদের গ্রাহক সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২২ মাসের মধ্যে ২১৫ মিলিয়ন গ্রাহক এর আগে বিশ্বের কোনও টেলিকম সংস্থা করে দেখাতে পারেনি।'