মুম্বইয়ের কাছে খাদে ছাত্র বোঝাই বাস, মৃত অন্তত ২০


নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল পড়ুয়া বোঝাই বাস। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার হলেও অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে উদ্ধারকাজ। 

রত্নগিরির ডা: বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল একটি বেসরকারি লাক্সারি বাস। রায়গড় জেলার মহাবালেশ্বর রোডের আমবেনেলি ঘাট সেকশনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রায়গড় জেলার পোলাদপুর থেকে সাতারা জেলার মহাবালেশ্বর যাচ্ছিল। টুইট করে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

শনিবার সকালে ৬.৩০টা নাগাদ এই ঘটনা ঘটে। খাদ থেকে আহত অবস্থায় একজন উঠে এসে সকাল ১০টা নাগাদ তাঁর স্কুলে খবর দেন। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।