বাবা-মাকে অবহেলা করলেই এবার বেতনে কোপ!


বাবা-মার দেখাশোনা ঠিকমতো না করলে এবার থেকে কোপ পড়বে বেতনে। সরকারি কর্মচারীদের প্রতি এই নির্দেশ জারি করল অসম সরকার। দেশের প্রথম রাজ্য এই 'প্রণাম' আইন জারি করল অসম সরকার।

২ অক্টোবর থেকে এই আইন সে রাজ্যে চালু হবে বলে জানানো হয়েছে। বাবা-মার প্রতি অবহেলা করলে মাসিক বেতনের ১০%-১৫% বেতন কাটা যেতে পারে। বাবা-মা ছাড়াও শারীরিক ভাবে অক্ষম ভাই-বোনদের প্রতিও অবহেলা করলে এই আইনেই আওতায় আসবেন সরকারি কর্মচারীরা।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা জানিয়েছেন, 'সরকারি কর্মচারীরা যাতে বাবা-মার প্রতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেন, তা নিশ্চিত করতেই এই আইন চালু করা হচ্ছে।' অসম মন্ত্রিসভায় এই বিলের খসড়া ইচিমধ্যেই পাস হয়ে গিয়েছে।