ভূগোল অনার্সের দর উঠল এক লক্ষ টাকা!


জলপাইগুড়ি: প্রশাসনের কড়াকড়ি একটু শিথিল হতেই ফের সক্রিয় হয়েছে কলেজে ভরতির তোলাবাজি চক্র৷ অনার্স কোর্সে ভরতি করানোর জন্য রীতিমতো দর কষাকষি চলছে কলেজে কলেজে৷

এর আগে কলকাতায় কলেজে ভরতির নামে তোলাবাজির অভিযোগ উঠেছিল৷ অভিযোগ পেয়ে কড়া হয়েছিল প্রশাসন৷ পুলিশের জালে ধরাও পড়েছিল কয়েকজন৷
 
কিন্তু পরিস্থিতি কিছুটা থিতিয়ে যেতেই ফের ছাত্র ভরতির চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ৷ এবার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলায়৷ আগেরবার কলকাতায় তোলাবাজি চক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের নাম৷ এবার জলপাইগুড়িতে অভিযোগের আঙুল সেই শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেই৷

অভিযোগ, কোথাও ভূগোল অনার্স এক লক্ষ টাকা, আবার কোথাও ইংরেজি অনার্সে ভরতির জন্য পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে। উচ্চশিক্ষার স্বপ্ন সফল করতে তোলাবাজদের খপ্পরে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের।

অভিযোগ, অবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে৷ তার পরও বাস্তব পরিস্থিতির কোনও বদল ঘটেনি বলে অভিযোগ। শুক্রবার এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিলে পথ হাঁটল জলপাইগুড়ি। এসএফআই-এর জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে এই মিছিল হয়। মিছিলে সংগঠনের রাজ্য নেতৃত্ব অরুণ অঞ্জন সাহা, দীপক বর্মন, জেলা সম্পাদক শুভঙ্কর গুহরায় প্রমুখ ছিলেন।

তাঁরা জানান, তোলাবাজদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এদিন জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতেও সরব হয়েছেন ছাত্র নেতৃত্ব।