গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী


চেন্নাই: দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ৷ চিকিৎসাও চলছিল বাড়িতে৷ শেষপর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভরতি করতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷
 
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এর জেরে তাঁকে হাসপাতালে ভরতি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা৷ তার পরই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতেই সেখানে তাঁকে ভরতি করা হয়েছে৷ শুরু হয়েছে চিকিৎসাও৷

হাসপাতালের তরফে এখনই তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোও কিছু জানানো হয়নি৷ তবে হাসপাতালের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাঁর রক্তচাপ অত্যন্ত কমে গিয়েছিল৷ যেহেতু তাঁর বয়স ৯৪৷ স্বাভাবিকভাবেই তাই করুণানিধি অবস্থা দ্রুত খারাপ হতে থাকে৷ তাই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে৷

বর্ষীয়ান এই নেতার সঙ্গেই হাসপাতালে পৌঁছে যান তাঁর তিন সন্তান এমকে আলাগাছি, এমকে স্ট্যালিন ও এমকে কানিমোঝি৷ এছাড়া ডিএমকে-র অন্য নেতারাও হাজির হন হাসপাতালে৷ করুণানিধির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে হাজির হন কয়েক হাজার ডিএমকে সমর্থক৷ অনেকে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন৷

রাত আড়াইটে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়৷ সেখানে করুণানিধির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়৷ তবে তাঁকে আইসিইউ-তে ভরতি রাখা হয়েছে৷ চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন৷

করুণানিধির অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা দেশের রাজনৈতিক মহল৷ সকলেই দিনভর খোঁজ নিয়েছেন তাঁর সম্বন্ধে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খোঁজ নেন৷ সে কথা তিনি পরে ট্যুইট করেও জানান৷