৪০ পাউন্ডের টিকিট কেটে গোটা একটা বিমান পেলেন এই যাত্রী!


ককপিটে জিলানি

বন্ধুর বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন ২৮ বছরের সাদ জিলানি। ফেরার পথে তাঁর জন্য এত বড় চমক অপেক্ষা করছে, তা ভাবতেও পারেননি। গ্রিসের কোর্ফু থেকে বার্মিংহাম ফেরার পথে ১২৮ আসনের বোয়িং ৭৩৮-এ ওঠার সময় বিমানসেবিকা জানালেন, 'আঅপনার ব্যক্তিগত বিমানে স্বাগত'! 

১৬৮ আসনের ওই বিমানে সেদিন জিলানি ছাড়া আর কোনও যাত্রী ছিলেন না। তাই কয়েক ঘণ্টার জন্য সেদিন গোটা প্লেনটাই তাঁর হয়ে গিয়েছিল। নিজের জন্য পছন্দমতো আসন বেছে নেওয়া থেকে বিমান কর্মীদের সঙ্গে সেলফি - সবই ছিল তাঁর জন্য। এমনকি বেশ কিছুক্ষণ ককপিটে বসেও সফর করেন তিনি। বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে চালানো হয় জিলানির পছন্দের গান। কিছুটা সময় ঘুমিয়েও নেন তিনি। এটাই তাঁর জীবনের সেরা বিমান সফর বলে জানিয়েছেন জিলানি।

ওই রুটে খুব একটা বিমান চলাচল করে না। জেট২ উড়ানসংস্থার ওই রুটে সেদিনই ছিল প্রথম উড়ান। তাই একজন মাত্র যাত্রী থাকলেও বিমান বাতিল করেনি তারা। চমক আরও ছিল! ৪০ পাউন্ড দিয়ে টিকিট কেটে উড়ানসংস্থার থেকে ৬০ পাউন্ডের একটি ভাউচার উপহার পান তিনি।