তালা দিয়ে শিক্ষিকাকে স্কুলে আটকে রাখায় অভিযুক্ত স্কুল


হাওড়া: স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে আটকে রইলেন জনৈকা শিক্ষিকা। অভিযোগ, অধ্যক্ষার নির্দেশেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হাওড়ার জগাছার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই শিক্ষিকার স্কুলের বাইরে আসেন৷ সোজা চলে যান জগাছা থানায়৷ সেখানে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷
 
ওই শিক্ষিকার দাবি, গত সপ্তাহে তাঁর চোখের সমস্যা হয়৷ তিনি সকাল ৮টা নাগাদ স্কুল কর্তৃপক্ষকে ফোন করেন৷ ছুটি দেওয়ার আরজি জানান৷ কিন্তু সেই আরজি স্কুল কর্তৃপক্ষ খারিজ করে দেন৷ অধ্যক্ষা তাঁকে স্কুলে আসতে নিষেধ করেন৷

ওই শিক্ষিকার বক্তব্য, তিনি স্কুলের চাকরি ছেড়ে দেন৷ তবে এদিন চলতি মাসের বেতনের টাকা মিটিয়ে দিতে স্কুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো তিনি স্কুলে আসেন শুক্রবার৷ কিন্তু এই নিয়ে তিনি অধ্যক্ষার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

অভিযোগ, এরপর আচমকাই অধ্যক্ষা স্কুলের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে যান। অধ্যক্ষা চলে যাওয়ার পরই স্কুলের গেট বাইরে থেকে বন্ধ করে দেন নিরাপত্তা কর্মী। এরপর ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের কাছে তালা খোলার দাবি জানান৷ কিন্তু তা শোনা হয়নি বলে অভিযোগ৷

শিক্ষিকার দাবি, তাঁকে জানানো হয় যে যতক্ষণ না অধ্যক্ষা বলছেন, ততক্ষণ স্কুলের গেট খোলা যাবে না। দীর্ঘক্ষণ পর অধ্যক্ষা যখন ফের স্কুলে ফিরে আসেন, তখন স্কুলের গেট খোলা হয়৷ এরপর তিনি সেই সুযোগে বাইরে বেরিয়ে আসেন। এরপর জগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। যদিও স্কুল কর্তৃপক্ষ গেটে তালা লাগানোর অভিযোগ অস্বীকার করেছে।