আইটি অমিতের কাছে, ব্রাত্য জৈব প্রযুক্তিতে


রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল হল। রদবদল হল সচিব পর্যায়েও।

মন্ত্রিসভায় এই রদবদল খুব বড় মাপের না হলেও এবারের পুনর্বিন্যাস কিছুটা অর্থবহ। তথ্য প্রযুক্তি দফতর ব্রাত্য বসুর হাত থেকে নিয়ে দেওয়া হল অর্থমন্ত্রী তথা শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্রকে। ব্রাত্যবাবু পেলেন বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতর। মুখ্যমন্ত্রীর শিল্পায়নের উদ্যোগে তথ্য প্রযুক্তি দফতরের গুরুত্ব বাড়ছে বলেই তা শিল্পমন্ত্রীর হাতে দেওয়া হল বলে নবান্ন ব্যাখ্যা করছে।

খরচ কমাতে বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতর মাস কয়েক আগে মিশিয়ে দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দফতরের সঙ্গে। গুরুত্ব বাড়িয়ে এবার সেটি পূর্ণমন্ত্রী ব্রাত্যবাবুর হাতে গেল। দফতরের সংখ্যা বেড়েছে কারিগরি শিক্ষা দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী অসীমা পাত্রের। প্রতিমন্ত্রী হিসাবে এবার তাঁর হাতে বাড়তি এল কৃষি ও মৎস্য দফতর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সেখানেই তিনি এই রদবদলের সিদ্ধান্ত নেন। এদিনই শিল্প সচিব এস কিশোরকে সরিয়ে ওই পদে আনা হয়েছে সঞ্জীব চোপড়াকে। কিশোর যাচ্ছেন জৈব প্রযুক্তি দফতরে। সাত বছরে এই নিয়ে নয় জন শিল্প সচিব বদল করলেন মুখ্যমন্ত্রী।