কলার ভেলায় করে স্কুলে যায় ওরা


গুয়াহাটি: পিঠে ব্যাগ, হাতে টিফিন বক্স, জলের বোতল। অন্যদের মতো নির্দিষ্ট সময়ে স্কুলে যায় ওরা। কিন্তু, স্কুলবাস বা পুলকারে করে নয়। তাদের যেতে হয় নদী পেরিয়ে। কিন্তু, নেই ব্রিজ। নেই নৌকার ব্যবস্থাও। তাই কলার ভেলায় করে স্কুলে যেতে হয় অসমের দারং জেলার ডালগাঁয়ের পড়ুয়াদের।

সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা গেছে, প্রথমে ভেলাটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়। তার উপর একে একে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। আর একগলা জলে ডুবে সেগুলিকে ভাসিয়ে নিয়ে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আবার ভেলায় জায়গায় না হলে বাবা বা মায়ের কাঁধই ভরসা।

 এর আগেও অসমের বিশ্বনাথ জেলার একটি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অ্যালুমিনিয়ামের গামলায় করে নদী পেরিয়ে স্কুলে যাওয়ার ছবি সামনে এসেছিল। একথা জানার পর ওই স্কুলের এক শিক্ষক বলেন, "গামলায় চেপে পড়ুয়াদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যাওয়াটা সত্যিই খুব চিন্তার। আসলে ওই এলাকায় কোনও ব্রিজ নেই।"