সকালে জঙ্গি-জওয়ান গুলির লড়াইতে উত্তপ্ত বাংলাদেশ


চট্টগ্রাম: সাত সকালেই শুরু হল গুলির লড়াই। যার কারণে উত্তপ্ত হয়ে উঠল বাংলার মাটি।

ঘটনাটি মাস্টারদা'র শহর চট্টগ্রামের। বাংলাদেশের পূর্বে অবস্থিত চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে দুই পক্ষের গুলির লড়াই।

জানা গিয়েছে এ দিন সকালেই জঙ্গি ডেরায় হামলা চালায় বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ফোর্স। আত্মরক্ষার্থে পালটা জবাব দেয় জঙ্গিরা। এই পালটা গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে জোরারগঞ্জ এলাকা।

জোরারগঞ্জ এলাকার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় গোয়েন্দারা। সেই কারণে শুক্রবার সকালেই ওই বাড়িতে হামলা চালায় র‍্যাফ। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

চলতি বছরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশংকা করেছিল গোয়েন্দারা। সেই কারণেই সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল কড়া নজরদারি।

জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছিল সোর্স। সেই সূত্র মারফত খবর পেতেই আসরে নামে র‍্যাফ।