টিভির থেকে মুঠোফোনের ভিডিওতেই বেশি মজে ভারতীয়রা: গবেষণা


ভারতীয়রা এবার টিভি ছেড়ে মজেছে ভিডিওতে৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ইদানীং দর্শকরা অনলাইন চ্যানেলগুলির মাধ্যমে সিনেমা থেকে শুরু করে খবর, খেলা, টিভি শো সবকিছুই দেখে থাকেন৷ টিভির থেকে অনেক বেশি সুবিধা অনলাইনে পান ইউজাররা৷ এক ক্লিকেই বাজিমাত করে এই অনলাইন মাধ্যমগুলি৷ যেগুলির দৌলতে মনের মত বিনোদনের উপাদান একেবারে হাতের নাগালে পেয়ে যান ইউজাররা৷

তথ্য জানাচ্ছে, ফিলিপিন্সের ভিউয়াররা ভিডিও দেখেছে প্রতি সপ্তাহে আট ঘন্টা ৪৬ মিনিট৷ ভারতীয় ভিউয়ারদের ভিডিও দেখায় সময়ও প্রায় একই৷ অন্যদিকে, আমেরিকার বাসিন্দারা প্রতি সপ্তাহে ভিডিও দেখেছেন প্রায় সাড়ে আট ঘন্টা করে।

তবে, সবথেকে কম ভিডিও ভিউয়ারসিপ এসেছে জার্মানি থেকে, প্রতি সপ্তাহে জার্মানির বাসিন্দারা ভিডিও দেখেছেন পাঁচ ঘন্টা ২ মিনিট৷

পশ্চিমের দেশগুলিতে ভিডিও দেখার সবথেকে জনপ্রিয় মাধ্যম হল কম্পিউটার৷ অন্যদিকে, ভারত, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মত পূর্বের দেশগুলির বাসিন্দারা আবার নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন৷

ভারত, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইউএস, ব্রিটেন৷ এই দশ দেশের মোট পাঁচ হাজার ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই সামনে এসেছে তথ্যটি৷