মুজফ্ফনগরে হোমে মেয়েদের নেশার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করাত ৭ মহিলা


পটনা: মুজফ্ফনগর চিল্ড্রেন হোমে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ৭জনই মহিলা ৷ হোমের মেয়েদের মধ্যের উপর নির্যাতনের পাশাপাশি তাদের দিয়ে বাইরের লোকেদের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার জন্য জোর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ৷

২ জুন এই সাত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিত কিশোরীদের অভিযোগের ভিত্তিতে পসকো অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

অভিযোগ প্রত্যেদিন হোমের কিশোরীদের মাদক খাইয়ে বা ইঞ্জেকশন দিয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হত ৷ ডিনারের পর তাদের দুটি করে ট্যাবলেট দেওয়া হত ৷ একটি সাদা ও অন্যটি গোলাপি রঙের বলে জানিয়েছে হোমের কিশোরীরা ৷ ওষুধ খাওয়ার তারা ঘুমিয়ে পড়ত ৷ এরপর পরের দিন সকালে অনেকেই দেখত তাদের জামা কাপড় খোলা রয়েছে এবং তাদের পেটে অসহ্য ব্যাথা করছে ৷

বহুদিন ধরে এই ঘটনা চলছে ৷ কিন্তু সম্প্রতি হোমের কিশোরীদের উপর হওয়া নির্যাতনের কথা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইয়েন্স মুম্বইয়ে অডিটে প্রকাশ করার পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷