জিয়োর লাভ, ক্ষতি বাকিদের


ঋণে জেরবার টেলিকম সংস্থাগুলির আর্থিক ফলে 'রক্তক্ষরণ' অব্যাহত। ব্যতিক্রম রিলায়্যান্স জিয়ো। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও মুনাফা ঘরে তুলেছে তারা।

বাজারে জিয়ো আসার পরে প্রতিযোগিতায় টিকে থাকতে মাসুল যুদ্ধে নামতে হয়েছে ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলিকে। অথচ স্পেকট্রামের মতো খাতে খরচের জেরে ঘাড়ে চেপে বিপুল ধার। এরই প্রভাব পড়েছে ব্যবসায়। জুন ত্রৈমাসিকে ভোডাফোনের আয় কমেছে ২২.৩%। ভারতের ব্যবসায় এই প্রথম ক্ষতি হয়েছে এয়ারটেলের। যার অঙ্ক প্রায় ৯৪০ কোটি টাকা।

অথচ টানা তিন ত্রৈমাসিকে মুনাফা করেছে জিয়ো। এ বার নিট লাভ ১৯.৯% বেড়ে হয়েছে ৬১২ কোটি। গ্রাহক সংখ্যা ২১.৫৩ কোটি। কর্ণধার  মুকেশ অম্বানীর দাবি, বিশ্বে ২২ মাসে ২০ কোটি গ্রাহকের মাইলফলক পেরোতে পারেনি অন্য কোনও সংস্থা। সামগ্রিক ভাবে ৯,৪৫৯ কোটি নিট লাভ করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও।