ডিএ ও বেতন বাড়ছেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের, মমতা আরও চাপে


কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশি করতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। তেমনটাই শোনা যাচ্ছে।

কেবল বেতন বাড়ানোই নয়, বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতাও। ছবি: শাটারস্টক।
আগামী বছর লোকসভা ভোটে। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশি করতে সপ্তম বেতন কমিশনের পেশ করা প্রস্তাবকেও অতিক্রম করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। কেবল বেতন বাড়ানোই নয়, বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতাও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই।

ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খুব শিগগিরিই এব্যাপারে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্ভবত আগামী ১৫ অগস্টেই সেই ঘোষণা জানা যাবে। কী কী থাকছে ঘোষণায়? ওই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে—

ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ থেকে ৩.৬ গুণ বাড়ানো ও ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে ২১ হাজার টাকা করার দাবি মেনে নেবে মোদী সরকার। গুজব অনুযায়ী, ন্যূনতম বেতন আরও বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।

আরও একটা সুখবর থাকছে কর্মীদের জন্য। কেবল বর্তমান কর্মীরাই নন, এতে লাভবান হবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। সুখবরটি হল, বেতনের পাশাপাশি বাড়ানো হবে মহার্ঘ ভাতাও। নিঃসন্দেহে ৪৮ লক্ষ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬১ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীরা এতে লাভবান হবেন।