২৮ কোটির পুজো মামলায় কাটল না মেঘ, তৃতীয়ার আগে স্বস্তি নেই


হাইকোর্টের চৌকাঠ পার হলেও আটকে রইল সুপ্রিম শুনানির অপেক্ষায়। ২৮ হাজার সর্বজনীন পুজোয় ১০ হাজার টাকা করে সরকারি অনুদান মামলায় শুক্রবার তৃতীয়ার দিনে শুনানি সুপ্রিম কোর্টে।

এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিষয়টি আইনসভার বিচার্য। মঙ্গলবারের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি৷

আগামী শুক্রবার তৃতীয়ার দিনে সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বেঞ্চে৷ রাজ্য সরকারও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। ফলে রাজ্যের বক্তব্য না শুনে ওই মামলায় রায় ঘোষণা করতে পারবে না সুপ্রিম কোর্ট৷ 
কলকাতা শহরের হাজার তিনেক এবংরাজ্যের সব জেলা মিলিয়ে ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি কোষাগার ২৮ কোটি টাকা দান খয়রাতির বিরুদ্ধে প্রথমে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখান থেকে নিস্তার মিললেও মামলা গেল সুপ্রিম কোর্টে। সুতরাং, শুক্রবারের আগে একদিকে রাজ্য সরকার ও অন্য দিকে অনুদান পাওয়া পুজো কমিটিগুলির স্বস্তি মিলছে না।

বৃহস্পতিবার পুজোয় সরকারি অনুদানের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারী সৌরভ দত্ত৷ হাই কোর্টের রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানান তিনি৷ এর পরে জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত৷ শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হবে মামলার শুনানি৷