সচিনের সঙ্গে পৃথ্বীর তুলনা চান না বিরাট


জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেটের নতুন তারকা পৃথ্বী শ-কে নিয়ে যে রকম হইচই শুরু হয়েছে, তাতে বেশ চিন্তায় পড়েছেন বিরাট কোহালি। ১৮ বছরের ওপেনারের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরও তুলনা শুরু হয়ে গিয়েছে। এতে চিন্তা আরও বেড়েছে অধিনায়কের। কারণ, সারা দেশে পৃথ্বীকে নিয়ে প্রত্যাশার যে পাহাড় তৈরি হয়েছে, সেই চাপে তাঁর ক্ষতি হওয়ার আশঙ্কা যথেষ্ট। তাই ভারত অধিনায়কের আর্জি, এখনই পৃথ্বীর কাছ থেকে বেশি কিছু চাওয়া ঠিক নয়। 

রাজকোটে মাতানোর পরে শুক্রবার থেকে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও মুম্বইয়ের বিস্ময় কিশোরকে নিয়ে চর্চা তুঙ্গে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনিই। এই টেস্টেও সেঞ্চুরি পেলে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মাদের ক্লাবে ঢুকে পড়বেন জীবনের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি পাওয়ার সুবাদে। সেই দিকেই তাকিয়ে সারা দেশ। তবে কোহালি বলছেন, ''পৃথ্বীর জন্য আমরা সবাই খুব খুশি। তবে এখনই কারও সঙ্গে ওর তুলনা করাটা বোধহয় ঠিক না। ওকে এতে ও আরও চাপে পড়ে যেতে পারে।'' 

কোহালি চান ক্রিকেটটা এখন প্রাণ ভরে উপভোগ করুক দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। বলেন, ''ওকে এখন খেলাটা উপভোগ করতে দিন। আরও বড় হতে দিন। ওর ভবিষ্যৎ নিয়ে যতটা আশা করছি আমরা, সেই জায়গায় ওকে পৌঁছতে দিতে হবে। প্রথম টেস্টে যে পারফরম্যান্স দেখিয়েছে পৃথ্বী, আশা করি সেই  ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। কারণ, ও দ্রুত শিখতে পারে। পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে ও।''

পৃথ্বীর চাপ নেওয়ার ক্ষমতা দেখে অনেকে অবাক হলেও কোহালির মতে, দলের তরুণরা এই চাপ নিতে শিখেছে এই আইপিএল থেকেই। তাঁর মতে, ''ম্যাচের দিন সকালে 'ইন্ডিয়া ক্যাপ' পেয়ে ভাল খেলাটা সত্যিই কঠিন। কিন্তু ১০-১৫ বছর আগে এটা যত কঠিন ছিল, এখন আর তত নয়। কারণ, এখন দেশের হয়ে খেলার আগে আইপিএলেই আন্তর্জাতিক ক্রিকেটের ধারণাটা পেয়ে যায় আমাদের ছেলেরা। আইপিএলে এমন চাপের পরিস্থিতিতে প়ড়তে হয় ওদের যে, আরও বড় মঞ্চে চাপ সামলাতে আর অসুবিধা হয় না।''

অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যে পৃথ্বীকে নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে, তা বোঝা গেল তাদের অলরাউন্ডার রস্টন চেজের কথাতেই। হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে নামার আগে চেজ বলেন, ''প্রথম টেস্টে যা হয়েছে, তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। পৃথ্বী শ-য়ের শক্তিগুলোও অনেকটা বুঝে নিয়েছি। প্রথম টেস্ট তো শুরুতেই  আমাদের হাত থেকে বার করে নিয়েছিল ও। এই টেস্টে ওর জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছি আমরা। তবে সেটা এখনই বলতে পারব না।'' 

এই টেস্টে দলের আসল অধিনায়ক জেসন হোল্ডার ও তারকা পেসার কেমার রোচকে পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যা তাদের শিবিরকে কিছুটা হলেও উজ্জীবিত করবে। চেজ যেমন বললেন, ''ওদের দু'জনের দলে ফিরে আসাটা আমাদের অনেক উদ্বুদ্ধ করবে।'' প্রথম টেস্টে হারের কারণ জানতে চাইলে চেজ বলেন, ''ভারত শুরুতেই ছ'শো রানের দীর্ঘ ইনিংস খেলায় আমরা ফিল্ডিং করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে, পুরো শক্তি নিয়ে আর ব্যাট করতে পারিনি। রক্ষণ আর আগ্রাসনকেও ঠিকমতো মেশাতে পারিনি। আরও অনেকগুলো ভুল হয়েছে, যেগুলো আমরা এই টেস্টে শুধরে নিয়ে নামব। ক্রিকেটে খুব তাড়াতাড়িই শিখতে হয়।''