মৃত্যুদণ্ড রদ করতে চলেছে মালেশিয়া প্রশাসন


কুয়ালালামপুর: মৃত্যুদন্ড রদ করতে চলেছে মালেশিয়া সরকার। বর্তমানে সেদেশে খুন, অপহরণ, আগ্নেয়াস্ত্র রাখা,মাদক পাচারের মতো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই ছিল একমাত্র শাস্তি। ব্রিটিশ আমলের এই মৃত্যুদণ্ডের ধারা এখনও অব্যাহত রেখেছে মালেশিয়া।

জনসংযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিংহ দেও নিশ্চিত করেছেন, মৃত্যুদণ্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। তিনি জানিয়েছেন,'এই আইন দ্রুত সংশোধন করা হবে'। সরকারের এই সিদ্ধান্তের কারণ,এই আইনের বিরোধিতা করছেন বহু মানুষ।

ডানপন্থীরা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। লিবার্টি রাইটস গ্রুপের উপদেষ্টা এন.সুরেন্দ্রন জানিয়েছেন,এই আইন বর্বরোচিত। এই মৃতুদন্ডের আইন দ্রুত রদ করা উচিত এমনটাই মত তার।