প্রায় ৫০০০০ ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত


নয়াদিল্লি: প্রায় ৫০হাজার ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন।

বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে কৃতীদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১০ সালে এই মনোনয়নের সংখ্যাটা ছিল ১,৩১৩। এই বছরের যা পরিসংখ্যান তা রেকর্ড ভেঙেছে গত ৩২ বারের।

২০১৭সালে এই মনোনয়নের পরিসংখ্যান ছিল ৩৫,৫৯৫। ২০১৬ য় এর পরিসংখ্যান ছিল আরও একটু কম,১৮,৭৬৮।

পদ্ম পুরস্কারের সঙ্গেই জড়িয়ে রয়েছে, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। যা কৃতিমানুষের অন্যতম শ্রেষ্ঠত্বের শিরোপা। বিভিন্ন কাজে, শিল্প -সাহিত্য, শিক্ষা, খেলাধুলো, চিকিৎসা, সমাজ সেবা, বিজ্ঞান, প্রযুক্তি, বানিজ্য প্রভৃতি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই সম্মান জানানো হয়। পেশা, জাতি,লিঙ্গ,ধর্মের এখানে কোনও স্থান নেই।

১৯৫৪ সাল থেকে এই সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান শুরু হয়। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। এই পদ্ম পুরস্কারকেই বর্তমানে পরিণত হয়েছে জনগণের পুরস্কারে। দেশের এই সর্বোচ্চ পুরস্কারপ্রাপকদের নাম সাধারণ মানুষই মনোনীত করেন। ২০১৬ থেকে এই মনোনয়নের বিষয়টি অনলাইনে শুরু করা হয়। ২০১৯ এর জন্য মনোনয়নের শেষ দিন ছিল ১৫ই সেপ্টেম্বর।