সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের


নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে রাজ্যের জয় ৷ 'পুজো অনুদান' বহাল রইল রাজ্যের ৷ রাজ্যের এবং শহরতলীর বেশ কিছু পুজোকে ১০ হাজার টাকা করে অনুদান ৷ ২৮ হাজার পুজো উদ্যোক্তাকে অনুদান দেবে রাজ্য সরকার ৷ শীর্ষ আদালতেও জয় রাজ্যের ৷ ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি ৷


গত শুক্রবার রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজোকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্ট পুজোর আগে রাজ্য সরকারকে স্বস্তি দিয়েছিল ৷ পুজো উদ্যোক্তাদের অনুদানের বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না ৷ একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিলেও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে ৷ এবার শীর্ষ আদালতেও জয় পেল রাজ্য সরকার ৷

রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে প্রায় ২৮ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ৷ কিন্তু সেই অনুদানের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ জনগণের ট্যাক্সের টাকা এভাবে অনুদান দেওয়া যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট ৷ মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, এই বিষয়টি একেবারেই সংবিধান বিরোধী ৷ দুর্গাপুজোয় বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে অনুদান দিলে তা দেশের সংবিধানকে আঘাত করে।