রাজ্যের ৫০ লক্ষ মেয়ের ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী, গর্বিত মমতা জানালেন টুইটারে


রাজ্যের ৫০ লক্ষ মেয়ের ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। এদিন প্রতিষ্ঠা দিবসে গর্বের সঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে মমতা টুইটারে জানালেন রাজ্য এই প্রকল্পে ৫৬০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।

এই প্রকল্প কিশোরী মেয়েদের পড়াশোনায় সাহায্য করে। এবং যতক্ষণ না অন্ততপক্ষে ১৮ বছর বয়স হবে, ততক্ষণ পড়াশোনা ও অন্য বিষয়ে উৎসাহ ও সাহায্য দেওয়ার ব্যবস্থা হয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে এই প্রকল্প চালু হয়।

এদিন মমতা ফের একবার রাষ্ট্রপুঞ্জে ২০১৭ সালে কন্যাশ্রী প্রকল্পের সেরা হওয়ার কথা স্মরণ করে নিজের আনন্দ প্রকাশ করেছেন। ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জ মুখ্যমন্ত্রী মমতাকে এই কাজের জন্য সম্মানিত করেছে। রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে এই প্রকল্প।

২০১২ সালের ১১ অক্টোবর থেকে প্রতিবছর আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস পালন করে রাষ্ট্রপুঞ্জ। লিঙ্গের সাম্য বজায় রাখতে নানা সচেতনতামূলক প্রচার চালানো হয়। মেয়েদের অধিকার রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে চলার চেষ্টা হয়।