তেলের খরচ ভুলে যান, মিশরীয় ছাত্রদের তৈরি এই গাড়ি চলবে শুধু হাওয়াতে


কায়রো: যেভাবে দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, তার সঙ্গে লড়তে এবার মিশরের কিছু পড়ুয়া তৈরি করে ফেললেন নতুন ধরণের একটি গাড়ি যা পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাবে, কারণ এটি চলবে হাওয়াতে৷

স্নাতক স্তরের পড়ুয়ারা সামাজিক অর্থনৈতিক টানাপোড়েন, জ্বালানির অভাব, এইসবের মধ্যেই তৈরি করে ফেলল এক যুগান্তকারী যান৷

এই যান যারা তৈরি করেছে সেই পড়ুয়ারা জানালেন, এই গাড়িটি এক ঘন্টায় ৪০কিমি পর্যন্ত যেতে পারে৷ এই গাড়িটি তৈরি করতে কত ব্যয় হয়েছে জানেন? প্রায় সেরকম কিছু খরচই হয়নি৷ কমপ্রেসড এয়ার ব্যবহারই আসল বিষয়৷ কোনও জ্বালানির প্রয়োজনও হচ্ছে না এতে, জানিয়েছেন এর অন্য়তম আবিষ্কর্তা মেহমুদ ইয়াসের৷

এই সাফল্যের এই আবিষ্কার জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার নতুন লক্ষ্য নিয়েই ফের একবার নামছে এই দল৷ তবে তাঁদের বিশ্বাস তাঁদের তৈরি পরের যানগুলি ৫০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়৷