রাতারাতি গোটা দু’টো মুসলিম গ্রামের নাম বদলে হিন্দু নাম দিল রাজস্থান সরকার


জয়পুর: গ্রামের নামেরও ধর্ম পরিবর্তন ! রাজস্থানে ঘটেছে এমনই একটি কাণ্ড ৷
মুসলিম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত করা হল দু'টি গ্রামের নাম ৷ এবার থেকে আর ইসমাইলপুর গ্রাম নয় ৷ সেই গ্রামের নাম বদল করে রাখা হল পিচানবা খুর্দ ৷ অন্যদিকে, বাড়মের জেলার মিয়োকা বড়া গ্রামের নয়া নাম হল মহেশনগর ৷ রাজস্থান সরকারের উদ্যোগেই ঘটেছে গোটা বিষয়টি ৷

ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে ৷ রাজ্যের বেশ কিছু গ্রামের নাম বদলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছিল রাজস্থান সরকার ৷ সেই সমস্ত গ্রামগুলির মধ্যে ৮টি গ্রামের নাম বদলের অনুমতি দেয় কেন্দ্র ৷ যার মধ্যে বেশিরভাগই রয়েছে মুসলিম গ্রাম ৷
তবে, গ্রামের এই নাম পরিবর্তনের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও উত্তরপ্রদেশে এই একই ঘটনা ঘটেছে ৷ উত্তরপ্রদেশে মায়াবতী শাসনের পর আকবরপুরের নাম বদলে করা হয় আম্বেদকরনগর, কাসমগঞ্জের নাম বদলে হয় কাশীরাম নগর, হাথরসের নাম বদলে করা হয় মহামায়া নগর, কানপুর দেহাতের নাম বদলে করা হল রমাবাই নগর এবং শামলীর নাম পরিবর্তন করে করা হয় প্রবুব্ধ নগর ৷