যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার


বাঁকুড়া: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাঁকুড়ায়৷ তালডাংরার কদমা গ্রাম এলাকা থেকে শুক্রবার সকালে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ। মৃত যুগলের নাম কৃষ্ণ লোহার (২৪) ও বকুল লোহার (১৬)। দু'জনের বাড়ি সিমলাপাল থানা এলাকায়।

সিমলাপালের জিরাবাইদ-ভুরুডাঙা গ্রামের বাসিন্দা কৃষ্ণ লোহার৷ পেশায় রাজমিস্ত্রী ছিলেন তিনি৷ স্থানীয় সূত্রে খবর, তাঁর সঙ্গেই সম্পর্ক তৈরি হয় স্থানীয় বাঁশীপুর গ্রামের বাসিন্দা বকুল লোহারের৷ বকুল ছোট থেকেই জিরাইবাদে মামাবাড়িতে থাকত৷ সেই সূত্রেই কৃষ্ণের সঙ্গে পরিচয়৷ পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়৷

শুক্রবার সকালে কদমা আশ্রম এলাকার একটি গাছে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় তালডাংরা থানার পুলিশ৷ বকুল লোহারের মামা ধনঞ্জয় লোহার বলেন, ''এক বছর বয়স থেকে ভাগ্নীকে আমাদের বাড়িতে এনে রেখেছিলাম। কারও সঙ্গে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বুঝতে পারিনি৷''

ধনঞ্জয় লোহারের কথায়, বৃহস্পতিবারও সবকিছু স্বাভাবিক ছিল৷ রাতে খাওয়া-দাওয়ার পর শুয়ে পড়েছিল। তারপর কখন বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনা ঘটাল তাঁরা বুঝতেও পারেননি৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ তালডাংরা থানার পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠাচ্ছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷