ইরাক, সিরিয়া সহ–রাশিয়া ও আমেরিকাতেও হামলা চালাবে আইএস ঘোষণা বাগদাদির


ফের বড় ধরণের হামলা করতে পারে আইএস। ইরাক, সিরিয়া, রাশিয়া এবং আমেরিকাতে এই হামলা হতে পারে বলে খবর। আর এই খবরেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। কারণ আইএস জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা আবু বাকর অল–বাগদাদি বুধবার একটি অডিও টেপ প্রকাশ করেছে। যেখানে সরাসরি জেহাদ ঘোষণা করে মুসলিমদের হামলা করতে আহ্বান করা হয়েছে। ইদের মরশুমে পশ্চিম দুনিয়ায় হামলা নামিয়ে আনতে বলা হয়েছে ওই অডিও টেপে। সেখানে উল্লেখ করা হয়েছে ইরাক এবং সিরিয়ায় আইএস ঘাঁটি হারিয়েছে। তা ফের ফিরিয়ে আনতে হবে। স্বাভাবিকভাবেই এই অডিও টেপে কপালে ভাঁজ পড়েছে পশ্চিম দুনিয়া সহ–অন্যান্য দেশগুলিতেও। যা প্রতিরোধে নতুন করে কি পদক্ষেপ করা যায় তা ভাবা শুরু হয়েছে।

কি বলা হয়েছে ওই অডিও টেপে?‌ আইএস জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা আবু বাকর অল–বাগদাদি কি হুমকি দিয়েছে?‌ অডিও টেপে বলা হয়েছে, '‌যারা নিজেদের ধর্ম, ধৈর্য্য এবং জেহাদ ভুলে গিয়েছে তাদের শত্রুদের বিরুদ্ধে, যারা নিজেদের করা অঙ্গীকার রাখতে পারেনি, সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। কিন্তু যখন তারা এগুলিকে আঁকড়ে ধরবে তখন অবশ্যই পরাক্রম দেখাতে পারবে ও সাফল্য মিলবে। নির্দিষ্ট সময়ের পরও।'‌ এই বক্তব্য সামনে আসতেই বোঝা যাচ্ছে আবার তামাম বিশ্বকে হামলা, নাশকতা করে নড়িয়ে দিতে এভাবে মুসলিম যুবক–যুবতীদের আহ্বান করা হচ্ছে। যা সত্যিই চিন্তায় ফেলার বিষয়। অন্যদিকে আমেরিকা ও রাশিয়াকে হুমকি দিয়ে বাগদাদির মন্তব্য, '‌আইএসকে নির্মূল করতে যারা পিছন থেকে সাহায্য করেছে, সেই দুটি দেশ আমেরিকা ও রাশিয়ার জন্য জেহাদিরা এবার আতঙ্ক তৈরি করছে।'‌ ফলে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাক নয়, হামলা নেমে আসবে আমেরিকা ও রাশিয়াতেও। যা সত্যিই চিন্তার বিষয় বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।