গণপিটুনির জন্য বেকারত্ব ও বিমুদ্রাকরণকে দায়ী রাহুলের


বার্লিন: গণপিটুনির ঘটনার জন্য বেকারত্বকে দায়ী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানান, কর্মহীন থাকতে থাকতে একটা অংশের মধ্যে ক্ষোভ, রাগ তৈরি হচ্ছে৷ গণপিটুনির ঘটনাগুলি সেই ক্ষোভের প্রকাশ৷ পাশাপাশি বিমুদ্রাকরণ ও জিএসটিকেও গণপিটুনির জন্য দায়ী করেন রাহুল৷

জার্মানির হ্যামবার্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন কংগ্রেস সভাপতি৷ রাহুল বলেন, ''২১ শতকে এসেও উন্নয়নের কর্মযজ্ঞ থেকে সাধারণ মানুষকে দুরে সরিয়ে রাখলে খুবই ক্ষতিকর প্রমাণ হতে পারে৷ মানুষকে যদি সঠিক দিশা দেখানো না যায় তাহলে অন্য কেউ তাদের পথে চালিত করতে পারে৷''

গণপিটুনির ঘটনা প্রসঙ্গে রাহুলের প্রতিক্রিয়া, দেশে যখনই কোনও দলিত বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তার পিছনে একটা কারণ থাকে৷ সেটা হল মানুষের ক্ষোভ৷ জিএসটি, বিমুদ্রাকরণ ও বেকারত্বের জেরে এই ক্ষোভ তৈরি হচ্ছে৷ রাহুলের ব্যাখ্যা, বিমুদ্রাকরণের পর ছোট ব্যবসার প্রভূত ক্ষতি হয়েছে৷ জিএসটি ঠিকমতো বাস্তবায়িত করতে পারেনি কেন্দ্রীয় সরকার৷ বেকারত্ব বেড়ে গিয়েছে৷ তার জেরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে৷ গণপিটুনির ঘটনাগুলি সেই ক্ষোভেরই প্রকাশ৷

বিজেপির গায়ে দলিত ও সংখ্যালঘু বিরোধী তকমা সেঁটে রাহুলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে বিভেদ করে৷ আদিবাসী, গরিব কৃষক, নিম্নবর্গ ও সংখ্যালঘুরা সমাজের উচ্চস্তরের মানুষদের মতো সুযোগ ও সুবিধা পায় না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা মেরে রাহুল বলেন, ''দেশে অনেক সমস্যা আছে৷ সেই সমস্যা বুঝে সমাধানের উপায় বার করতে হবে৷ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই সব সমস্যা দেখতেই চান না৷'' মোদীর কথা উঠতেই সংসদে তাঁকে আলিঙ্গনের প্রসঙ্গ উঠে আসেন৷ রাহুল জানান, তার দলের অনেক লোকই সেই ঘটনাকে ভালো ভাবে নেননি৷