হাসপাতালে পরিত্যক্ত শিশুকে স্তন্যপান করালেন মহিলা পুলিশ, অফিসে মিলল প্রোমোশন


বুয়েনস আয়ার্স: গোটা আর্জেন্টিনায় এখন হিরো বলতে সবার মুখে একটাই নাম জ্যাকলিন আয়ালা ৷ বুয়েনস আয়ার্সের এই মহিলা পুলিশকে নিয়ে গোটা শহরে উত্তেজনা তুঙ্গে ৷ সোশ্যাল মিডিয়া জুড়ে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ সবাই ৷ সবার কথায়, জ্যাকলিন এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা কিনা সত্যিই গর্বের বিষয় !

তা এমন কী কাণ্ড করলেন জ্যাকলিন ?
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বুয়েনস আয়ার্সের চাইল্ড হাসপাতালে রক্ষী হিসেবেই কাজ করেন জ্যাকলিন ৷ বহুদিন ধরেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে ৷ তবে শত নিরাপত্তার মধ্যে নিজের মধ্যে লুকিয়ে থাকা মাতৃত্বের প্রমাণ দিলেন জ্যাকলিন ৷

হাসপাতালের বেঞ্চে বসে উচ্চস্বরে কাঁদছিল একটি শিশু ৷ অনেকক্ষণ ধরে সেই কান্না কানে আসছিল জ্যাকলিনের ৷ কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না কী করা উচিত ৷ শিশুটির আশে-পাশে জ্যাকলিন দেখতেও পাচ্ছিলেন না কোনও অভিভাবককে ৷

হঠাৎই জ্যাকলিন শিশুর দিকে এগিয়ে গেলেন ৷ তুলে নিলেন কোলে ৷ তারপর যা করলেন, তা দেখে সবাই অবাক ৷ নিজেই মাতৃস্নেহে স্তন্যপান করালেন শিশুটিকে ৷ এই ঘটনার কথা জানতে পেরে বুয়েনস পুলিশ কর্তৃপক্ষ বাহবাও দিয়েছে জ্যাকলিনকে ৷ সঙ্গে বাড়তি পুরস্কার প্রোমোশন!

জ্যাকলিনের কথায়, 'এত কিছু ভেবে করিনি ৷ মনে হয়েছিল শিশুটি তাঁর মাকে খুঁজছে ! তাই এগিয়ে গিয়েছিলাম ৷'