মাত্র ৩,৩৯৯ টাকায় 4G স্মার্টফোন


আবারও, যুক্ত হল দুটি সংস্থা৷ বাণিজ্যিক লেনদেনের ভিতকে শক্ত করতেই এই সিদ্ধান্ত৷ মাত্র ৩,৩৯৯ টাকায় 4G স্মার্টফোন আনার সিদ্ধান্ত নিল যৌথভাবে এয়ারটেল এবং অ্যামাজন৷ শুক্রবার অ্যামাজনের সঙ্গে এই অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানায় এয়ারটেল৷ নির্দিষ্ট সময়ের জন্য ২,৬০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক থাকবে বলেও জানায় টেলিকম সংস্থাটি৷ যৌথভাবে দুটি সংস্থা একটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, সাধারণ মানুষ সস্তায় আপগ্রেডেড স্মার্টফোনটি এবার হাতে পেতে চলেছেন৷

গ্রাহকরা ২,৬০০ টাকার ক্যাশব্যাক পেতে চলেছেন Samsung, OnePlus, Xiaomi, Honour, LG, Lenovo and Moto ইত্যাদি নামীদামি ব্রাণ্ডের স্মার্টফোনের উপর৷

এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার তাঁর এক বক্তব্যে জানান, অ্যামাজনের সঙ্গে যৌথভাবে 'মেরা পেহেলা স্মার্টফোন' উদ্যোগটি নেওয়া হয়েছে৷ ফল হিসেবে আমরা সারা দেশের গ্রাহকদের থেকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি৷

অন্যদিকে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা কাস্টমারদের ব্যয়সাধ্য মূল্যে 4G স্মার্টফোনের সুবিধা প্রদান করছি৷ সঙ্গে থাকছে একটি ক্যাশব্যাক অফার৷ অফারটি বৈধ হবে শুধুমাত্র Amazon.in. থেকে রিচার্জ করা হলে এবং থাকবে একটি নির্দিষ্ট সময়ের জন্য৷
এয়ারটেল-অ্যমাজন ২,৬০০ টাকার ক্যাশব্যাক অফারটি কীভাবে পাবেন-

১) কাস্টমাররা পুরো পেমেন্টের মাধ্যমে নিজের পছন্দের অ্যামাজন ইণ্ডিয়া এক্সক্লুসিভ 4G স্মার্টফোনটি পেতে পারেন৷ ফোনটি কেনার আগে কাস্টমাররা অফারের পুরো লিস্টে একবার চোখ বুলিয়ে নিতে পারেন৷
২) প্রথম ১৮ মাসের মধ্যে একটি ৩,৫০০ টাকার রিচার্জ করাতে হবে, যেখান থেকে আপনি পাবেন প্রথম রিফাণ্ড ইনস্টলমেল্ট ৫০০ টাকার৷
৩) পরবর্তী ১৮ মাসে করাতে হবে আরও ৩,৫০০ টাকার রিচার্জ৷ সেখান থেকে আপনি পেয়ে যাবেন ১,৫০০ টাকার ক্যাশব্যাক৷ সবমিলিয়ে ক্যাশব্যাকের পরিমান থাকছে ২,০০০ টাকা৷ পরবর্তী পর্যায়ের রিচার্জ থেকে আপনি পাবেন আরও ৬০০ টাকার ক্যাশব্যাক৷