গ্রাহকদের জন্যে বড়সড় ঘোষণা SBI-এর! জানলে উপকৃত হবেনই


হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট৷ শুনেছেন নাকি? একেবারে নতুন একটি ধারণাকে এবার গ্রাহকদের জন্য নিয়ে এল ভারতীয় স্টেট ব্যাংক৷ যেখানে কাস্টমাররা টাকা জমাতে পারবেন ঘুরতে যাওয়ার জন্য৷ রকমারি হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট প্যাকেজের খোঁজ পাবেন গ্রাহক থমাস্ কুকস্ ওয়েবসাইটে৷

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কর্তৃপক্ষ জানায়, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত জমানো টাকা এবার পূরণ করবে আপনার স্বপ্নকে৷ ভারতীয় স্টেট ব্যাংক এবং থমাস কুক ইন্ডিয়া যৌথভাবে উদ্যোগটি এনেছে ভ্রমনপিয়াসীদের জন্য৷

হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট বিষয়ে জেনে রাখুন কয়েকটি বিষয়-

নিজের পছন্দের প্যাকেজ বেছে নিতে চোখ রাখুন থমাস কুকের অফিসিয়াল ওয়েবসাইটে৷ বেছে নেওয়া প্যাকেজের মূল্যেকে ১৩ টি ভাগে ভাগ করা হবে৷ অনলাইন SBI পোর্টালের e-RD অ্যাকাউন্টের মাধ্যমে ১২ মাসের কিস্তিতে আপনি টাকা জমাতে পারবেন৷ কিস্তি শেষে টাকা চলে যাবে থমাস কুক সংস্থার কাছে৷ সেখান থেকেই খরচ হবে আপনার পছন্দের প্যাকেজের যাবতীয় খরচাদি৷

SBI হলিডে সেভিংস্ অ্যাকাউন্টের কয়েকটি শর্তাবলী-

SBI e-RD অ্যাকাউন্ট খোলা হয়েছে হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট স্কিমকে থমাস কুকের মধ্যে তালিকাভুক্ত করার জন্য এবং অ্যাকাউন্টটির যাবতীয় তথ্য শেয়ার হবে থমাস কুকের সঙ্গে৷ গ্রাহকের পছন্দের উপর ভিত্তি করেই প্যাকেজের মূল্যতালিকা ঠিক হয়েছে৷ প্যাকেজের জন্য বরাদ্দ অর্থ দেওয়া যাবে ১২ মাসের কিস্তির মাধ্যমে৷

SBI e-RD অ্যাকাউন্টের গ্রাহকের নাম নথিভুক্ত হবে টাকা প্রদানকারীর নামে৷

যদি SBI অ্যাকাউন্টটি বন্ধ করা হয় তবে, টাকা পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টটিতে e-RD অ্যাকাউন্টের জমানো টাকা থেকে৷ বয়স্ক ব্যাক্তিরা e-RD অ্যাকাউন্টে পাবেন অতিরিক্ত সুদ৷ নির্দিষ্ট সময়ের পূর্বে টাকা তুলে নিলে জরিমানা দিতে হবে কর্তৃপক্ষকে৷

SBI কোনভাবেই কোন সমস্যা, ক্ষতি বা অভিযোগের জন্য দায়ী থাকবে না৷