ভুয়ো খবর ধরলে WhatsApp-এর পুরস্কার ₹৩৪ লক্ষ


কেন্দ্রীয় সরকার সতর্ক করার পরেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভুয়ো খবর ধরতে তত্‍‌পর হল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ জন্য মোটা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। 

কী ভাবে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ভুয়ো খবর চিহ্নিত করা যাবে, এ নিয়ে গবেষণামূলক প্রস্তাব চেয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি প্রস্তাবের জন্য মিলবে ৩৪ লক্ষ টাকা। এই পুরস্কারকে যে কারণে বলা হচ্ছে, রিসার্চ অ্যাওয়ার্ড। এ জন্য একটি পৃথক তহবিল তৈরি করা হচ্ছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছেলেধরার গুজবে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। নেহাত সন্দেহের বশে প্রাণ হারিয়েছেন বা নিগ্রহের শিকার হয়েছেন নিরীহ মানুষ। 

অসম থেকে ত্রিপুরা-- এমন একাধিক ঘটনায়, নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটারেপ মতো সোশ্যাল মিডিয়াকে ভুয়ো খবর নিয়ে সতর্ক করা হয়। কী ভাবে এ ধরনের ভুয়ো খবরের শেয়ারিং বন্ধ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়াগুলিকে ভাবতে বলা হয়। 

তার পরপরই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ।