ব্যাটারি-চালিত বাস-গাড়ির জন্য শহরে বসছে পাঁচটি চার্জিং স্টেশন


পেট্রোল পাম্প, অটো-এলপিজি গ্যাস স্টেশনের পর এবার কলকাতায় চালু হচ্ছে ব্যাটারি-চালিত বাস-গাড়ির জন্য চার্জিং স্টেশন। কয়েক মাসের মধ্যেই শহরে চালু হতে যাচ্ছে ব্যাটারি-চালিত বাস বা ই-বাস। বাসের ব্যাটারি চার্জ করার জন্য শহরে বিভিন্ন প্রান্তে পাঁচটি চার্জিং স্টেশন বানাবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। মঙ্গলবার সিমলায় বিদ্যুৎমন্ত্রীদের জাতীয় সম্মেলনে এ কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

পরিকল্পনা অনুসারে, রাজ্যে সবমিলিয়ে মোট ৮০টি ব্যাটারি-চালিত বাস চলবে। বাস কেনার জন্য যে টাকা খরচ হবে, তার ৬০ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য। কলকাতা ছা়ডাও নিউটাউন এবং আসানসোলেও এই বাস চালানো হবে। বাসগুলিতে একবার চার্জ দিলে ১৫০ কিমি পর্যন্ত চলবে। বাস চালানোর দায়িত্বভার পরিবহণ দপ্তরের হলেও চার্জিং স্টেশন তৈরি করে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর। মূলত ট্রাম ডিপোর পড়ে থাকা অব্যবহৃত জমিতে চার্জিং স্টেশন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, দেশের বড় শহর ও প্রত্যেকটি স্মার্ট সিটি-তে কেন্দ্রীয় সরকার ব্যাটারি-চালিত সব ধরনের গাডি়র জন্য তিন কিলোমিটার অন্তর চার্জিং স্টেশন গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ এ ছাড়া ব্যস্ত জাতীয় সড়কগুলিতে এ ধরনের চার্জিং স্টেশন প্রত্যেক ৫০ কিলোমিটার অন্তর থাকবে৷ চার্জিং স্টেশন গড়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে জমি সরকারই দেবে৷ 
কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এই পরিকাঠামো গডে় তুলতে আর্থিক উৎসাহও দেওয়া হতে পারে৷ কারণ একটাই, সারা দেশে ই-ভেহিক্যাল-এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ানো৷ পরিবেশ দূষণ কমাতে ব্যাটারি-চালিত সমস্ত ধরনের গাডি় ব্যবহার বাড়ানোকে কেন্দ্র অগ্রাধিকার দিলেও অপর্যাপ্ত সংখ্যায় চার্জিং স্টেশন-ই সেখানে মূল বাধা হয়ে দাঁডি়য়েছে৷ 

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ৩০,০০০ স্লোচার্জিং এবং ১৫,০০০ ফাস্ট-চার্জিং একাধিক দফায় গডে় উঠবে বলে আশা করা হচ্ছে৷ শহরগুলিতে প্রতি তিন কিলোমিটার অন্তর অন্তত দুটি হাই-চার্জ এবং একটি ফাস্ট চার্জিং পয়েন্ট থাকা উচিত৷ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চার্জিং স্টেশন-এর জন্য জমি চিহ্নিত করা হবে৷ আলোচনা প্রক্রিয়ার মধ্যে থাকবে স্থানীয় বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিনিধিরাও৷ 

এনটিপিসি ইতিমধ্যেই মহারাষ্ট্রে এ ধরনের চার্জিং স্টেশন গডে় তুলছে৷ হায়দরাবাদের মেট্রো স্টেশনগুলিতে তিন ও চার চাকার ব্যাটারি-চালিত গাডি়র চার্জিং পরিকাঠামো গডে় তুলতে মে মাসে পাওয়ার গ্রিড কর্পোরেশন এল অ্যান্ড টি মেট্রো রেল (হায়দরাবাদ) লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি সই করেছে৷ তারা ভারতের সমস্ত মেট্রো রেল করিডরে এই পরিকাঠামো গডে় তোলার পরিকল্পনা করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ এ ছাড়া গাডি় নির্মাতা সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা মোটরস-ও চার্জিং স্টেশন গডে় তুলতে আগ্রহী৷ 

বর্তমানে, সারা দেশে ব্যাটারি-চালিত গাডি়র সংখ্যা পাঁচ লক্ষের মতো৷ তবে চাহিদা বাড়ছে ২০০ শতাংশেরও বেশি হারে৷ সেই হিসাবে, আগামী পাঁচ বছরে দেশে ব্যাটারি-চালিত গাডি়র সংখ্যা ২০ লক্ষ ছাডি়য়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷