জম্মু থেকে শিয়ালদহ, শুরু হল হামসফর এক্সপ্রেসের যাত্রা


রেলের কর্তাদের মতে, এই ট্রেন চালু হওয়ার ফলে দেশের হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে দেশের সেনারাও উপকৃত হবেন।


জম্মু থেকে শিয়ালদহ সংযোগকারী নতুন সাপ্তাহিক সুপারফাস্ট হামসফর এক্সপ্রেসের যাত্রা শুরু হল। জম্মু রেলওয়ে স্টেশন থেকে এটির সূচনা করলেন রেলের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহাইঁ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের দুই বিধায়ক সৎপাল শর্মা ও কবিন্দর গুপ্ত, উত্তর রেলের জেনারেল ম্যানেজার বিশ্বেষ চৌবে-সহ রেলের এবং রাজ্য সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গিয়েছে, নতুন এই হামসফর এক্সপ্রেস পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। এ ছাড়াও, যাত্রীসাচ্ছন্দের কথা মাথায় রেখে এখানে রয়েছে আধুনিক এলএইচবি কোচ, জিপিএসের সুবিধা, বায়ো-টয়লেট, এলইডি ডিসপ্লে, স্মোক অ্যালার্ম, সিসিটিভি ক্যামেরা এবং অগ্নি-নির্বাপক যন্ত্রের মতো একাধিক আধুনিক সুবিধা। জম্মু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। জম্মু একই সঙ্গে দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত। তাই রেলের কর্তাদের মতে, এই ট্রেন চালু হওয়ার ফলে দেশের হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে দেশের সেনারাও উপকৃত হবেন।