কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নই, বলেছে রাজ্য, আজ সব নজর হাইকোর্টে


যে হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেয় কেন্দ্রীয় সরকার, রাজ্য তার কর্মীদের সেই হারে মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। কলকাতা হাইকোর্টকে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সওয়ালের সপক্ষে পুরনো একটি রায়ও তুলে ধরা হয়েছে। কিন্তু মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা এই সওয়াল নস্যাৎ করতে পাল্টা আবেদন জানান। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাকারীদের তরফে থেকে পাল্টা সওয়াল করবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আমজাদ আলি। ফলে একাধিক কর্মী সংগঠন তাকিয়ে রয়েছে আজকের ডিএ মামলার শুনানির দিকে।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন, তার তুলনায় অনেকটা কম এ রাজ্যের ডিএ। তা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন কনফেডারেশনের তরফ থেকে দায়ের করা মামলা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে গড়িয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলারই শুনানি আজ দুপুর ২টো থেকে।

আজ অর্থাৎ মঙ্গলবার মামলাটির চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে যেদিন শুনানি হয়েছিল, সেদিন রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে আরও কিছুটা সময় চান। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যকে সওয়াল করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওযা যাবে না।

আগের দিন রাজ্য জানিয়েছিল, ১৯৫৪ সালের রায়ে লেখা রয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। ওই দিনই তা আদালতে পেশ করা হয়েছে। হাইকোর্ট সেকথা শুনেছিল। এরপর আদালত জানিয়েছিল, রাজ্যের যা বলার তা বলা হয়ে গিয়েছে। পরেরদিন অর্থাৎ আজ শুধু মামলাকারীদের কথা শোনা হবে। মঙ্গলবার তাই মামলাকারীরা সওয়াল করবেন। সেই সওয়াল শেষ হয়ে গেলে সম্ভবত আজই শুনানি শেষ হয়ে যাবে।