প্রকাশ্যে পেট্রোল ঢেলে সিপিএম কর্মীদের পুড়িয়ে মারার চেষ্টা


পাটনা: ভূমিহীন পরিবার পিছু জমির পর্চা দেওয়ার দাবিতে অনশন চলছিল৷ সেই অনশন চলাকালীন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী৷ কয়েকজন সিপিএম কর্মীকে প্রকাশ্যেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে৷ জ্বলন্ত অবস্থায় তাদের দেখে এলাকাবাসী শিউরে গিয়েছেন৷ দগ্ধদের মুজাফ্ফরপুর হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কয়েকজনের অবস্থা গুরুতর৷
 
ঘটনা বিহারের সীতামাঢ়ি জেলার৷ এই জেলার রুন্নিসৈয়দপুরে হামলা হয়েছে৷ সিপিএমের তরফে তাদের বিহার রাজ্য কমিটির ফেসবুক পোস্টে পুরো বিবরণ তুলে ধরা হয়েছে৷ এতে প্রবল ক্ষোভ উগরে দেওয়া হয় রাজ্যে ক্ষমতাসীন জেডি(ইউ) ও বিজেপি সরকারের বিরুদ্ধে৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করে বলা হয়েছে- রাজ্যে নীতির শাসন নেই৷

এদিকে প্রকাশ্যে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টায় বিহারের রাজনীতি তপ্ত৷ বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে৷ মুজাফ্ফরপুর হাসপাতালে আহতদের দেখতে যান সিপিএমের বিহার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অবধেশ কুমার৷ তিনিও রাজ্য সরকারেরে কড়া সমালোচনা করেছেন৷ পাশাপাশি হাসপাতালের চিকিৎসারতদের প্রতি দেখভালের খামতি রয়েছে বলেও অভিযোগ করেন৷

জানা গিয়েছে, সীতামাঢ়ি জেলায় জমির পাট্টা ঘিরে স্থানীয় ভূস্বামীদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছিল৷ ভূমিহীনদের নেতৃত্বে সিপিএম থাকায় আন্দোলন জোরালো আকার নেয়৷ শুরু হয়েছিল অনশন৷ এতে অংশ নেন স্থানীয় ভূমিহীনদের অনেকেই৷ তখনই হামলা হয়৷ প্রতিবাদে বৃহস্পতিবার পাটনা সহ রাজ্যের সর্বত্র পালিত হবে ধিক্কার দিবস৷ এমনই জানিয়েছে সিপিএম বিহার রাজ্য কমিটি৷