‌কুকুরছানা পিটিয়ে মারায় অভিযুক্ত দুই নার্স জামিন পেলেও থাকবেন জেলে


নির্মমভাবে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনায় এখনও বিক্ষুব্ধ পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ। তবে এর মধ্যেই দুই অভিযুক্ত নার্স মৌটুসি মণ্ডল ও সোমা বর্মনকে জামিন দিল শিয়ালদা আদালত। তবে জামিন পেলেও বুধবার জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্তদের। ২০০০ টাকা রেজিস্টার সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে জামিন পেল তাঁরা। বৃহস্পতিবার টিআই প্যারেডের পরই তাঁরা মুক্তি পাবেন। তবে শোনা যাচ্ছে, কালও তাঁরা মুক্তি নাও পেতে পারেন। এদিন সকাল থেকেই আদালত কক্ষে দু'‌পক্ষের আইনজীবীই তাঁদের বক্তব্য রাখেন। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, '‌কেন একটি জামিনযোগ্য মামলার শুনানি হবে?‌ অন্যান্য জামিনযোগ্য মামলার ক্ষেত্রে তো সময় দেওয়া হয় না।' এরপর পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে তাঁদের আইনজীবী ওই দুই নার্সকে মানসিক হাসপাতালে পাঠানোর দাবি জানান। কিন্তু বিচারপতি জানান, একটি ধারায় মামলা চলছে। পুলিস এখনও চার্জশীট জমা দেয়নি। তাহলে কীভাবে তাঁদের এখনই মানসিক হাসপাতালে পাঠানোর দাবি তোলা হচ্ছে। এরপরই দুই নার্সকে জামিন দেওয়া হয়। এদিকে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। '‌মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না দু'‌জন'‌‌। জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, ঘটনায় আরও তিন অভিযুক্তকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। প্রিয়াঙ্কা দাস, সবিলা খাতুন ও দীপা ঘোষ নামে এই ৩ পড়ুয়াই তৃতীয় বর্ষের নার্সিং ছাত্রী। এদিন দুপুরে এনআরএস–এর সুপারের কাছে ৩ পাতার রিপোর্ট রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। সেই রিপোর্ট খতিয়ে দেখেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। আগামিকাল স্বাস্থ্যভবনে পাঠানো হবে এই রিপোর্ট।  অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষকে পাল্টা চাপ দিতে আসরে নেমেছে নার্সদের সংগঠন। বিক্ষোভ দেখিয়ে তাঁরা দাবি তুলেছে, অবিলম্বে হাসপাতাল চত্বরকে সারমেয় মুক্ত করতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে কথাও বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।