‌কুকুর নিধনকাণ্ডে এনআরএস নার্সিং কলেজের লাইসেন্স বাতিলের হুমকি মানেকা গান্ধীর


কুকুর নিধনকাণ্ড নিয়ে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যীণ মন্ত্রী মানেকা গান্ধী। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন অবিলম্বে এই ঘটনায় ধৃত দুই নার্সিং ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে। নইলে নার্সিং কলেজের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং এটা করার জন্য যা যা করতে হয় তিনি তাই করবেন বলে রীতিমত হুমকি দিয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তিনি জাতীয় নার্সিং কাউন্সিলে অভিযোগ জানিয়েছেন।

গত রবিবার এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে খুন করে মৌটুসি মণ্ডল এবং সোমা বর্মন নামে নার্সিং কলেজের দুই ছাত্রী। শিয়ালদহ আদালত তাঁদের জামিনে মুক্তি দিলেও জেল হেফাজতেই বুধবার তাঁরা ছিলেন। বৃহস্পতিবার টিআই প্যারেডের পর তাঁদের মুক্তি পাওয়ার কথা। 
 হাসপাতাল কর্তৃপক্ষকে পাল্টা চাপ দিতে আসরে নেমেছে নার্সদের সংগঠন। বিক্ষোভ দেখিয়ে তাঁরা দাবি তুলেছে, অবিলম্বে হাসপাতাল চত্বরকে সারমেয় মুক্ত করতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে কথাও বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।