বেকার ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতিমাসে মিলবে ৩৫০০টাকা


জয়পুর: বেকারদের জন্য বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ যাদের চাকরি নেই তাদের প্রত্যেককে ৩,৫০০টাকা ভাতা দেওয়া হবে৷ ১ মার্চ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে এই টাকা ঢুকবে বলে জানানো হয়েছে৷

আজ তক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গেহলট তাঁর ঘোষণাপত্রে বলেছিলেন তিনি ক্ষমতায় আসার পর সকল বেকারদের ৩,৫০০ টাকা ভাতা দেবেন৷ ১ মার্চ থেকে যাদের কাছে চাকরি নেই তারা টানা ২ বছর ৩,৫০০টাকা বেকার ভাতা পাবেন৷ এতদিন রাজস্থানে বেকারদের এই ভাতা দেওয়া হত তবে তা ছিল ৬০০টাকা করে৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, এই ৬০০টাকার ভাতাও তিনিই শুরু করেছিলেন৷

উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজস্থানে কংগ্রেসের সচিন পাইলট বেকারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় এলে বেকার ভাতা দেবেন৷ তবে তার আগেই গেহলট কথামতো বেকারভাতার ঘোষণা করলেন৷

তবে সরকারের পক্ষে এই যোজনা লাগু করা যে কঠিন তা মনে করছে বিভিন্ন মহল৷ কারণ কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে এই বেকারভাতা দেওয়ার কথা বলার পর থেকে তিন মাসে এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ নাম রেজিস্ট্রার্ড হয়েছে৷ একদিকে ঋণ মকুব এবং অন্যদিকে বেকারভাতা, লোকসভা নির্বাচনে রাজস্থানে বিজেপির গ্রাফ যে অনেকটাই এর ওপর নির্ভর করছে তা মনে করছে রাজনৈতিক মহল৷