বাজেটের দিনই ডলারের সাপেক্ষে সস্তা হল টাকার মূল্য


বাজেট পেশ করার আগেই এদিন শেয়ার বাজার যেমন চাঙা হল, তেমনই ডলারের তুলনায় সস্তা হল টাকার মূল্য। এদিন সকালে ৯ পয়সা দাম কমে ১ ডলার ভারতীয় মুদ্রায় দাঁড়িয়েছে ৭১ টাকা ১৭ পয়সা। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা শক্তিশালী হওয়ায় তা বাজেটের মধ্যে খুব একটা আশাব্যঞ্জক খবর নয়।

বাজেট যেমন রয়েছে তেমনই অপরিশোধিত তেলের দামের হেরফের ডলারের তুলনায় টাকার দাম কমিয়ে দিয়েছে।

এদিন বাজার খোলার সময় ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭১টাকা ৮ পয়সা। পরে আরও ৯ পয়সা দাম পড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ১৭ পয়সা।

এদিন সেনসেক্স প্রায় ১০০ উপরে উঠেছে। নিফটিও সামান্য ওপরে দিন শুরু করেছে। সেনসেক্স রয়েছে ৩৬, ৩৩৭.৫০ পয়েন্টে ও নিফটি রয়েছে ১০,৮৫১ পয়েন্টে। হিরো মোটোকর্প, ভারতীয় এয়ারটেল, এইচসিআই টেক, বাজার ফিনান্স, টাটা মোটরস, বাজাজ অটো-র শেয়ার সবচেয়ে ভালো করেছে।

অন্যদিকে বেদান্ত, ওএনজিসি, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে।