বাজেটের আগেই সুখবর, ৩০ টাকা দাম কমল রান্নার গ্যাসের


বাজেট পেশের আগেই সুখবর শোনাল কেন্দ্র সরকার। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমল ৩০ টাকা। এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম কমল ১.৪৬ টাকা। এই নিয়ে ৩০ দিনের মধ্যে তিনবার গ্যাসের দাম কমল।

জ্বালানির দাম অনেকটা কমে আসাতেই সিলিন্ডারের দাম অনেকটা কমেছে বলে জানা গিয়েছে। যার ফলে দিল্লিতে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ৪৯৩.৫৩ টাকা এবং ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৬৫৯ টাকা।

এই মুহূর্তে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৪৯৪.৯৯ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৬৮৯ টাকা রয়েছে। এর আগে এই মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ১২০.৫ টাকা ও ২০১৮ সালের ডিসেম্বরে ১৩৩ টাকা কমেছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, ১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে এই দাম কার্যকর হবে। ভর্তুযুক্ত গ্যাসের গ্রাহকরা এর পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৫.৪৭ টাকা ফেরত পাবেন। আগে যা ছিল ১৯৪.০১ টাকা। ভর্তুকিযুক্ত সিলিন্ডার আগের মতোই ১২টি করেই বছরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।