কৃষকদের জন্য জনমোহনী কেন্দ্র! পশুপালকদেরও এবার কিষাণ ক্রেটিড কার্ড


কৃষকদের জন্য জনমোহনী কেন্দ্র। ছোট কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে সাহায্য। ২ হেক্টর পর্যন্ত জমি যাঁদের আছে তাঁদের ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা।

বাজেটের দেওয়া বয়ান অনুযায়ী, তিন কিস্তিতে এই টাকা দেওয়া হবে। ১২ কোটি কৃষক উপকৃত হবেন ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা এই নতুন যোজনায়।  এর জন্য ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সরাসরি ইনকাম সাপোর্টের মাধ্যমে ভর্তুকি দেবে। ২০১৮ থেকে লাগু করার কথা জানানো হয়েছে। ফলে  প্রথম কিস্তি অতি শীঘ্রই দেওয়া হবে।

কিষাণ ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। পশুপালনের জন্যও এবার কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে, ২০১৯-২০ সালের এই বাজেটে।