ভোট-নজরে মধ্যবিত্ত, ₹৬.৫ লাখ পর্যন্ত আয়ে লাগবে না আয়কর!


মধ্যবিত্তের ভোটব্যাংকের কথা মাথায় রেখে ভোটের আগে শেষ বাজেটে দরাজ নরেন্দ্র মোদীর সরকার। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা এক ধাক্কায় দ্বিগুণ বাড়ানোর কথা প্রস্তাব করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রস্তাব করা হয়েছে আরও কিছু করছাড়ের সুযোগও।

শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেন, 'ব্যক্তিগত করদাতাদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার কথা প্রস্তাব করছি। এর ফলে উপকৃত হবেন ৩ কোটি মানুষ।'

এখানেই শেষ নয়। প্রভিডেন্ট ফান্ড ও নির্ধারিত কিছু ইক্যুইটিতে বিনিয়োগ করলে বেতনভোগীদের ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে এবং ব্যাংক-ডাকঘর থেকে বার্ষিক ৪০,০০০ পর্যন্ত সুদ করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।