গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করল মোদী সরকার


কলকাতা: মোদী সরকার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে বাজেটে৷ মধ্যবিত্তদের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই মোদী সরকারের এই পদক্ষেপ আর পাঁচটি জনমোহিনী বাজেট ঘোষণার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে৷

গ্র্যাচুইটির সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে৷ তবে এই সুবিধা তাঁরাই পাবেন ১৯৭২ সালের গ্র্যাচুইটির বেতন আইন অনুসারে ১০ বা তার বেশি সদস্যের একটি সংস্থায় পাঁচ বছরের বেশি কাজ করেছেন৷ ২০১৮ সালের মার্চ মাসে বেসরকারি ক্ষেত্রে করমুক্ত গ্র্যাটুইটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র৷

তবে শুধু গ্র্যাচুইটি নয়, বেতন ভোগীদের জন্য আরও কিছুটা সুবিধা দিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হল। এদিকে আয়ের উৎস থেকে কর কাটা (টিডিএস) ক্ষেত্রে সুবিধা বাড়ান হয়েছে৷ ব্যাংক পোস্ট অফিস-এর ডিপোজিট-এ সুদের উপর টিডিএস ১০০০০টাকা থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা প্রস্তাব রয়েছে৷ তাছাড়া বাড়ির ভাড়ার ক্ষেত্রে টিডিএস ১,৮০,০০০টাকা থেকে বাড়িয়ে ২,৪০,০০০টাকা করার৷

ইতিমধ্যেই, লোকসভা নির্বাচনের আগেই মোদীর 'মাস্টারস্ট্রোক৷ 'করমুক্ত আগের সীমা বাড়াল সরকার৷ ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করমুক্ত৷ ৮০সি-এর আওতায় যে সমস্ত করমুক্ত বিনিয়োগ রয়েছে তা চালু করলে আরও দেড় লক্ষ টাকা করছাড় পাবে জনতা৷ প্রায় তিন কোটি মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে৷