নতুন জঙ্গি গোষ্ঠীর খোঁজ! দেশ জুড়ে ১৬ জায়গায় এনআইএ তল্লাশি


উত্তর প্রদেশ ও দিল্লিতে একযোগে ১৬ টি জায়গায় এনআইএ-র অভিযান। আইএস জঙ্গিদের খোঁজে এনআইএ-র তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। এখনও  পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১০জনকে। উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর নথিও। দেশে আইএস জঙ্গি নতুন গোষ্ঠী হরকত উল হারব ই ইসলাম-এর খোঁজ  পাওয়ার পরেই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে।

এনআইএ-র অভিযান
উত্তর প্রদেশ ও দিল্লির বিভিন্ন জায়গায় এনআইএ-র অভিযান শুরু হওয়ার পরেই একাধিক জায়গায় তদন্তকারীদের স্থানীয় বাসিন্দারা ঘিরে রাখেন বলে জানা গিয়েছে।

সহযোগিতায় দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ
বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলে উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াডের সহযোগিতায়। সঙ্গে ছিল দিল্লি পুলিশের বিশেষ দল।

দীর্ঘদিন ধরে নজর
এনআইএ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে নতুন গোষ্ঠীর কার্যকলাপে নজর রাখা হচ্ছিল।

গ্রেফতার ৫, আটক ১০
উত্তর প্রদেশের আমরোহা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দশজনকে আটকও করা হয়েছে।