দুই সেনার বচসা, এক জওয়ানের হাতে খুন হল অন্য এক সেনা কর্মী


সহকর্মীর সঙ্গে ঝগড়া। আর সেই ঝগড়ার জেরে এক সেনা জওয়ানকে গুলি করলেন আর এক সেনা জওয়ান। বড়দিনের রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের দোদা জেলার একটি সেনা ক্যাম্পে।

জম্মু–কাশ্মীর পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সেনা কনস্টেবল রাজেশ ডাকুয়া আচমকাই তাঁর সহকর্মীর উপরে গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় ওই জওয়ানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে যাওয়ার মিনিট দশেকের মধ্যেই মৃত্যু হয় ওই সেনা জওয়ানের। পুলিস জানিয়েছে, ভদেরওয়াহ–এর ৪, রাষ্ট্রীয় রাইফেলের হেডকোয়ার্টারে বদলি ছিলেন বছর চল্লিশের মৃত ওই জওয়ান। অভিযুক্ত রাজেশকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। তবে রাজেশকে পুলিশি হেপাজতে নেওয়ার জন্য জম্মু ও কাশ্মীর পুলিস, সেনার কাছে আবেদন করেছে। সেনাবাহিনীর তরফেও জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব রাজেশকে পুলিসের হাতে তুলে দেওয়া হবে। তবে ঠিক কী কারণে এই দুই সেনা জওয়ানের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল তা এখনও জানা যায়নি বলেই জানিয়েছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।