বাজারে আত্মপ্রকাশের অপেক্ষায় ২০ টাকার নতুন নোট


কলকাতা: দু'হাজার, পাঁচশো, দু'শো, একশো, পঞ্চাশ ও দলের পর এবার বাজারে আসছে নতুন কুড়ি টাকার নোট৷ মহাত্মা গান্ধী সিরিজের এই কুড়ি টাকার নোট দেখতে পুরনো ২০ টাকার নোটের থেকে একেবারে আলাদা৷

বিমুদ্রাকরণের পর বাজারে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নতুন নোট এনে রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত দেশের অর্থ ব্যবস্থায় নগদের জোগানে ছোট অঙ্কের নোটের প্রাধান্য, নিরঙ্কুশ ও মোট নগদের মূল্যের শতাংশের হিসাব বাড়িয়ে চলেছে৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যানুযাই ২০১৬ সালের মার্চে যেখানে ২০ টাকার নোটের সংখ্যা ছিল ৪৯২ কোটি ৪০ লক্ষ, সেখানে ২০১৮ সালের মার্চে সেই সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে৷ পরিসংখ্যান বলছে এই বৃদ্ধির১,০০১কোটি ৬০ লক্ষ, যা ২০১৭-১৮ অর্থবর্ষের শেষে বাজারে থাকা সব নোটের মোট মূল্যের ১.১ শতাংশ৷
 
বিমুদ্রকরণের পর থেকে দেশে ছোট যোগান কমে গিয়েছিল৷ ফলে চরম হেনস্থার শিকার হতে হয় সাধারণ দেশবাসীকে৷ এই পরিস্থিতিতে ১০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে৷ এবার পালা ২০ টাকার নতুন নোটের৷